BOVISON
Toxicity Removerরুমেনে ব্রুট এবং রিটিকুলামের কার্যকারিতা কমে গেলে হজমে ব্যাঘাত ঘটলে ও পেট ফুলে গেলে বভিসন ভেট একটি অত্যন্ত কার্যকরী পাউডার। প্রাণিদের খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে দ্রুত সফলতা পাওয়া যায়। হাইপোগ্লাইসোনিক অবস্থায় এসিডোসিস এবং কিটোসিস কিংবা গবাদি প্রাণির গর্ভাবস্থায় টক্সিমিয়া অবস্থার ফলে সৃষ্টি রুমেনের মটিলিটি কমে গেলে বভিসন চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহৃত।
সেবন বিধিঃ
গরু, মহিষ, ঘোড়াঃ ১ প্যাকেট বভিসন পাউডার আধা থেকে ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
প্রতিরোধঃ ১/৪ থেকে ১/২ স্যাসেট প্রতিদিন পরপর ২-৩ দিন খাওয়াতে হবে।
বাছুরঃ ১/২ স্যাসেট পাউডার প্রতিদিন পরপর ২-৩ দিন খাওয়াতে হবে।
ছাগল ও ভেড়াঃ ১/৪ স্যাসেট পাউডার প্রতিদিন পরপর ১-২ দিন খাওয়াতে হবে।
অথবা ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতাঃ শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
প্যাকিং সাইজঃ
১২৫ গ্রাম স্যাসেট।